স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদের অনুষ্ঠান শুক্রবার

স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মতিথি উৎসব উদ্যাপন উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেট আগামী ১লা ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম, মণিপুরী রাজবাড়ী সিলেটে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৮টায় কুইজ প্রতিযোগিতা, সকাল পৌণে ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা, বেলা ১১টায় স্বামীজী বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বেলা ১২টায় “স্বামী বিবেকানন্দের আহবান ও আজকের যুব সমাজ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ। প্রধান অতিথি থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। সম্মানীত অতিথি ও মূখ্য আলোচক থাকবেন ভারতীয় হাই কমিশন সিলেটের সহ-হাই কমিশনার লক্ষ্মি নারায়ণ কৃষ্ণমূর্তি। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, মদনমোহনবিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বাণী অর্জ্জুন, সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার শান্তনু দত্ত সন্তু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদ সিলেটের সম্পাদক ডাঃ সুধাময় মজুমদার, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বীথিকা দত্ত। সভায় স্বাগত বক্তব্য রাখবেন পর্ষদের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন শিক্ষয়িত্রী শীলা চৌধুরী ও শিক্ষয়িত্রী শাশ্বতী পাল সোমা।

এদিকে বেলা দেড়টায় একক সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দে। বেলা আড়াইটায় পুরস্কার বিতরণ ও পরে প্রসাদ বিতরণ সম্পন্ন হবে।

শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার ফরম প্রাপ্তিস্থান মির্জাজাঙ্গালস্থ ফুড কর্ণার ও জিন্দাবাজার রাজা ম্যানশনস্থ (৩য় তলা) আনন্দ গ্রাফিক্স। উৎসবে সিলেটের সকল বিবেকানন্দ অনুরাগীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *