যৌথসভায় কী বার্তা দিবে আ.লীগ?

নিউজ ডেস্ক:: ঢাকা জেলাসহ রাজধানীর আশপাশের কয়েকটি জেলার শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগ। রোববার সকালে এ বৈঠক হবার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা কীভাবে আরও বেগবান করা যায়, সে বিষয়ে নেতাদের পরামর্শ চাওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় যৌথসভা শুরু হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানিয়েছেন, বিশাল জয়ে আত্মতৃপ্তিতে না থেকে জনগণের কাছে যাওয়া, উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেয়া, নিজস্ব বলয় সৃষ্টি করতে গিয়ে বিএনপি-জামায়াতকে দলে না ভেড়ানো অন্যতম।

তিনি আরও জানিয়েছেন, ভোটের পর প্রথমবারের মতো এ ধরনের বৈঠকে দলের ভবিষ্যৎকরণীয় চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ২০২০ সালে ‘মুজিববর্ষ’ পালনসহ সাংগঠনিকভাবে দলকে কীভাবে আরও মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *