বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধে বাঙালি জাতির প্রেরণার উৎস: বদর উদ্দিন আহমদ কামরান

ঐতিহাসিক ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সোবহানীঘাটস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক এমপি সৈয়দা সেবুন্নেছা হক, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওয়র, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামীলীগ নেতা জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবির উদ্দিন আহমদ, আব্দুস সোবহান, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের
আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, রশিদ আহমদ, আওয়ামীলীগ নেতা বেলাল খান, আবুল কালাম ফনিক, আজাদ হোসেন, এম. এইচ. ইলিয়াছ চৌধুরী দিনার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ সাহেল, শেখ আবুল হাসনাত বুলবুল, মেহেদী কাবুল, সারোয়ার হোসেন সবুজ, মোহাম্মদ শাহনুর, এ. কে. এম. মাহমুদুল হাসান সানী, মিফতাহুল হোসেন লিমন, নাজমুল ইসলাম এহিয়া, জুনু মিয়া, ইরান মিয়া, মানিক মিয়া, মাহুবুবুর রহমান, সালাই উদ্দিন বক্স সালাই, আলকাছ আহমদ প্রমুখ।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ আহমদ এবং ৩০ ডিসেম্বর নির্বাচনের পূর্বে বিএনপি-জামায়াত কর্তৃক নিহত দলীয় নেতাকর্মীদের সমবেদনা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯ মাস ১৪ দিন কঠিন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর নামেই মুক্তিযুদ্ধ চলতে থাকে। তিনিই ছিলেন মুক্তিযুদ্ধে বাঙালি জাতির প্রেরণার উৎস।

বাঙালি জাতি তাদের নেতাকে পেয়ে আনন্দে উল-াসিত হয়ে উঠে। সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন। তিনি- তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আহবান জানান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ভাগ্য পরিবর্তনের যে কাজ চলছে সে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *