ঐতিহ্যবাহি কাশিখাপন গ্রামের (২০০০) সালের প্রাক্তন ক্রিকেটার কর্তৃক আয়োজিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সিলেট জেলার ওসমানী নগর উপজেলার অন্তর্গত ৬নং তাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঐতিহ্যবাহি কাশিখাপন গ্রামের (২০০০) সালের প্রাক্তন ক্রিকেটার কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আজ ৫ জানুয়ারী। উক্ত গ্রামে ইতিপূর্বে এরকম কোন প্রীতি ম্যাচের আয়োজন করা হয়নি।

তাই হয়ে গেল একটা ব্যাতিক্রমী জমজমাট টি২০ প্রীতি ম্যাচ !

চিরচেনা ২২ গজে খেললেন সাবেক ২২ জন ক্রিকেট যুদ্ধা, তারা শৈশবের সৃতি টেনে আনলেন ২০১৯ এ,
ব্যাট প্যাড গ্লাভস অনেক আগে তুলে রাখলেও,
তারা যে এখনও ফুরিয়ে যাননি এই খেলায় তারা জানান দিলেন অনেকটা জোরালো ভাবেই,
কি ছিলনা এই ম্যাচে? বোলারদের আগুন ঝরানো বোলিং,ব্যাটসম্যানদের চার ছক্কার ফুলঝুরিতে দর্শকরা মেতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত!

ব্যাতিক্রমি এই খেলায় দুইভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছিলেন সাবেক ২২জন মাঠ কাঁপানো ক্রিকেট খেলোয়াড়েরা।
সিলেট সিক্সার্স এবং খাশিকাপন নাইট রাইডার্স।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর থানার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ অরুণদে পাল জলক।এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ,

এ প্রীতি ম্যাচে আম্পায়ারের দায়ীত্ব পালন করেন বিশিষ্ট ক্রিকেটার জুনেদ আহমদ ও নাসিম আহমেদ।
উক্ত খেলায় কাশিখাপন নাইট রাইডার্সের খেলোয়াড় হিসেবে যারা অংশগ্রহন করেছিলেন
নিম্নে তাদের নাম দেওয়া হলঃ বদরুল আহমেদ,সাকির আহমেদ (c),নজরুল আহমেদ, আরমান আহমেদ, ছালিক লিডার,জাকির সুমন,জুয়েল,রাহেদ আহমেদ, রিপন,শাহিন,মনছুর কে.নাইট রাইডার্সের পক্ষ্যে সর্বোচ্চ রান করেন বুম বুম ছালিক (১০০)রান ও নজরুল এবং আরমান (৫০)রান করেন।

সিলেট সিক্সার্সের হয়ে যারা খেলায় অংশগ্রহন করেন তারা হলেনঃ জাকির(c),রাহাত,রাছেল,সিরাজ,ফাহিম সুমন,আতাউর,জিয়াউর,ইফতেখার,আলমগীর, মিলন
নুর আলী,সিলেট সিক্সার্সের হয়ে সর্বোচ্চ রান করেন সিরাজ (১০০)রান ও রাহাত (৪০) রান,এবং রাছেল (৩০)রান করেন।

কাশিখাপন নাইট রাইডার্স ২৩২/৬ (১৯.১ ওভার)
সিলেট সিক্সার্স ২৩০/৩ (২০ ওভার)
ফলাফল খাশিকাপন নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী হয়।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন (বুম বুম ছালিক উরফে ছালিক লিডার)।

উক্ত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *