সিকৃবিতে থাকছে না কোন নির্বাচন কালীন ছুটি

নিজস্ব প্রতিদেক:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সেমিস্টার ফাইনাল চলার কারনে নির্বাচন কালীন ছুটি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকৃবি প্রশাসন। সিকৃবি প্রশাসন তাদের নির্ধারিত রুটিন অনুযায়ী ১ ও ২ জানুয়ারি সেমিস্টার ফাইনাল পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।

ছাত্রছাত্রীরা ১ও২ জানুয়ারি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানালেও প্রশাসন তাদের কথায় কর্ণপাত করে নাই। আবার ২৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে অনেক হলের ডাইনিং ।ছাত্রছাত্রীরা পরেছে মহাবিপাকে।

এ নিয়ে ছাত্রছাত্রীরা বলেন, দীর্ঘ ৫ বছর পরে জাতীয় নির্বাচন হওয়ায় সিকৃবির অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে তাদের স্মার্টকার্ড হাতে পেয়েছে এবং এই প্রথম তারা ভোট প্রদানের সুযোগ পাবে। সকল শিক্ষার্থী যদি নিজ নিজ আসনে নিজের ভোট প্রদান করতে
না পারে তবে তারা তাদের ভোট প্রদানের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে ।

তারা আরো বলে , সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তার স্বার্থে ১ও২ জানুয়ারি বাস্তবায়িত করার অনুরোধ জানায়। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ভোটের দিন সিকৃবি ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর
দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *