সিলেটে নৌকার প্রচারণায় মাঠে নামছেন প্রবাসীরা বাংগালী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার প্রচারণায় যুক্ত হচ্ছেন ৫ শতাধিক প্রবাসী। মর্যাদাপূর্ণ এই আসনসহ সিলেটের ৬টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিগত কয়েক দিনে সিলেটে এসে পৌঁছেছেন দু’শতাধিক প্রবাসী।

এবার সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ ড. একে আবদুল মোমেন। কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধি হয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রেখেছেন।

ফলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ড. মোমেনের সুসম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে রাজনৈতিক কারণে নিউইয়র্কে টানা ৬ বছর জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে দেশে ফেরেন ড. মোমেন। এরপর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য গঠন করেন ‘ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্র’।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট, সাবেক মহিলা সেক্রেটারি এম,সি,কলেজ ছাত্রলীগের, জেসমিন বুখারী
,বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক ইফজাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন গ্র“পে অর্ধশতাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটে পৌঁছেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এসেছেন আরও অনেকেই।

এর মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সহসভাপতি শফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান খসরু, কাওছার আহমদ চৌধুরী, মনছুর আহমদ মকি, মিসবাউর রহমান মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগ সহসভাপতি নাজমুল ইসলাম, আলমাছ খান আজাদ, লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবলু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মতছির আহমদ চৌধুরী জনি, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তানিম আহমদ, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আজমল হোসেনসহ শতাধিক প্রবাসী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে দেশে এসেছেন। এছাড়াও বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অর্ধশতাধিক প্রবাসী দেশে এসেছেন মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিতে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মর্যাদার সিলেট-১ আসনসহ এই অঞ্চলের বিভিন্ন আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিচ্ছি। প্রবাসী কমিউনিটি তরুণ সংগঠক ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের অন্যতম সদস্য ইফজাল আহমদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের পরম বন্ধু ড. এ.কে আবদুল মোমেন।

তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কায়েস আহমদ বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। সহকর্মীদেরকে নিয়ে দেশে এসেছি আমাদের স্বজন ড. এ.কে মোমেন ও নৌকার পক্ষে কাজ করার জন্য।

সৌদি আরবে অবস্থানরত বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম বলেন, ড. এ.কে আবদুল মোমেন প্রবাসীদের প্রিয়জন। তিনি সৌদি প্রবাসী শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সুবিধা পাওয়ার জন্য ওয়াল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে সুবিচার দাবি করার অধিকার অর্জন করেন। ড. মোমেন বলেন, প্রবাসীদের বিশ্বাস আমিসহ সারাদেশে নৌকার প্রার্থীরা বিজয়ী হলে তাদের সকল আশা-স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *