চুনারুঘাটে ঐক্যফ্রন্টের প্রার্থীর পথ সভায় হামলা ও ভাংচুর…

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ড. আহমদ আবদুল কাদেরের পথসভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলার আমরোড বাজারে এ ঘটনা ঘটে।

এতে স্থানীয় খেলাফত মজলিসের ৭/৮জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান হামলা ও ভাংচুরের ঘটনাটি নিশ্চিত করেছেন। জানা যায়, উল্লেখিত সময়ে ড. আহমদ আবদুল কাদেরের ধানের শীষের সমর্থনে ওই এলাকায় একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভার এক পর্যায়ে একদল লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এতে স্থানীয় খেলাফত মজলিস নেতা আজিজুল্লাহ আহমদী, আব্দুল হান্নান, ইসলাম উদ্দিন, আহসান হাবিব ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুস শহিদসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হন। এ সময় হামলাকারীরা ড. আহমদ আবদুল কাদেরের প্রচার মাইক ও তাকে বহনকারী গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়।

আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর চুনারুঘাটে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করে জানান, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা অতর্কিত এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি প্রভাষক আব্দুল করিম ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান হামলা ও ভাংচুরের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে’।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *