সিকৃবিতে লুব্ধকের খ্যাপা পাগলার প্যাচাল,আজ রবিবার’

রায়হানুল নবী ::মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে রোববার (১৬ ডিসেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র থিয়েটার ‘লুব্ধক’ মঞ্চায়িত করবে নাটক ‘খ্যাপা পাগলার প্যাচাল’।

বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র’র আঙিনায় মুক্তমঞ্চে লুব্ধক থিয়েটার এর আয়োজনে নাটক ‘খ্যাপা পাগলার প্যাচাল’ এর উন্মুক্ত প্রদর্শনী হবে। মুক্তিযুদ্ধের পটভ‚মি নিয়ে রচিত এই নাটকটি উপভোগের জন্য লুব্ধক থিয়েটারের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান এবং নির্দেশনা দিয়েছেন এরশাদুল ইসলাম।এক রাজাকার মাতব্বরের মুখোশধারী কথার বুলির বিরুদ্ধে ক্ষ্যাপা পাগলার সত্য ভাষণ ও প্রতিবাদই এই নাটক ‘খ্যাপা পাগলার প্যাচাল’।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, এরশাদুল ইসলাম, শ্রীকান্ত দাশ, এম সাইফুর রহমান,সুদীপ্ত ধর দীপ্ত, রিয়াদ, ইবনে সিনা, এনাক্ষী বিশ্বাস, মুকুট, শতাব্দী দত্ত শ্রাবন, শতাব্দী চৌধুরী
প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *