সিলেট-১ আসনে ইনাম চৌধুরীকে মনোনয়ন দিতে ৫১ নেতার চিঠি

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়ন দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে চিঠি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫১ নেতা।

শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আয়োজিত এক সভা থেকে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব বরাবরে এ চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বিএনপি নেতারা উল্লেখ করেন, ‘দেশ ও জাতীর এই ক্রান্তিলগ্নে যখন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের অন্ধকার প্রকোষ্টে দিন কাটাচ্ছেন, যখন আমাদের অনুপ্রেরনার প্রতীক তারেক রহমান দেশের বাহিরে অবস্থান করতে বাধ্য হচ্ছেন, যখন আমাদের লক্ষ লক্ষ নেতা-কর্মী কারাগারে দিন কাটাচ্ছেন ঠিক সেই সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপি তথা সমগ্র জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।’

চিঠিতে বলা হয়, ‘হযরত শাহজালাল (ার.) ও হযরত শাহপরান (রহ.) এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট-১ আসন সমগ্র বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। প্রবাদ আছে সিলেট-১ আসন যার ক্ষমতা তার। তাই এই আসনে প্রতিটি নির্বাচনের সময় প্রতিটি দল অত্যন্ত বুঝে শুনে যারা ভবিষ্যতে দেশ চালাতে সক্ষম সেই ধরনের প্রার্থীকেই মনোনয়ন দিয়ে থাকেন। বিএনপি আওয়ামী লীগ থেকে সবসময়ই অত্যন্ত হেভীওয়েট প্রার্থী মনোনিত করা হয়। এবারও এই আসনে আওয়ামী লীগ ইতিমধ্যে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি সাবেক সচিব, অর্থমন্ত্রীর ভাই আব্দুল মোমেনকে মনোনিত করেছে। অত্যন্ত রাজনীতি সচেতন, মুরব্বি অধ্যুষিত এ এলাকার জনগন বরাবরই প্রার্থীকে যাচাই বাছাই করে থাকে।

যদি সমানে সমান প্রার্থী না হয় তবে জনগণ আশাহত হয়। যা অতীতে অনেক নির্বাচনে পরিলক্ষিত হয়েছে। তাই আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ যারা বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিএনপির প্রার্থীর বিজয় লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আসন্ন নির্বাচনে আমাদের অভিমত হচ্ছে যদি এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব সিলেট অঞ্চলের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয়া হলে এই আসনটি আপনাকে উপহার দেয়া সম্ভব হবে। কোন প্রার্থী সম্মন্ধে আমাদের ব্যাক্তিগত কোন স্বার্থ-সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে এই নেতারা বলেন, শুধু সিলেটের জনগণের বিশ্বাস এবং সমর্থনের কথা চিন্ত্ াকরেই আমাদের এই প্রচেষ্টা।’

চিঠির শেষে বলা হয়, ‘মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিবিজড়িত এই সিলেট, যাকে সিলেটের জনগণ সম্মানের উচ্চশিখরে ধরে রেখেছে সেই সিলেটে ইনাম আহমদ চৌধুরীর মতো একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও সর্বশক্তি দিয়ে সিলেটের জনগণ বিজয় ছিনিয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *