সাকিব-মিরাজে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক :: যেন প্রতিযোগীতা চলছে উইকেট দখলের। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন এতটুকু। সাকিব একটি উইকেট নিচ্ছেন তো পরের ওভারেই আঘাত হানছেন মিরাজ। তুলে নিচ্ছেন নিজের ঝুলিতে একটি উইকেট। ফলে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই তছনছ হয়ে গেছে ক্যারিবীয় টপ অর্ডার। স্কোর বোর্ডে ২৯ রান তুলতেই তারা হারিয়েছে ৫ উইকেট। ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩টি।

বাংলাদেশী স্পিনারদের তোপের মুখে পড়েছে ক্যারবীয় ওপেনিং জুটি। ইনিংসের ছয় ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে গেছেন।ইনিংসের প্রথম ওভারেই ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রাথওয়েটকে ফিরিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের ষষ্ঠ বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়েছেন ব্রাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের রানের খাতা তখনও খোলেনি। আর অপর ওপেনার কাইরন পাওয়েলকে বোল্ড করেছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১৫ বল খেলে চার রান করেছেন পাওয়েল। ইনিংসের নবম ওভারে আবার আঘাত হেনেছেন সাকিব। সুনীল অ্যামব্রিসকেও বোল্ড করেছেন টাইগার অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৭।

ঠিক পরের ওভারেই রোস্টন চেজকে বোল্ড করেছেন মিরাজ। তিনি ফিরেগেছেন গোল্ডেন ডাক হাতে। ক্যারিবীয় টপ অর্ডারের চার ব্যাটসম্যানই হয়েছেন বোল্ড। ঘাতক বাংলাদেশের দুই স্পিনার।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছে ৫০৮ রান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *