ইনামের সাথে সাক্ষাত নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ নেই :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট-১ আসেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ আহমদ চৌধুরীর সাথে সাক্ষাত নিয়ে বলেছেন, ‘তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। ইনামের বড় ভাই আমার ঘনিষ্ট বন্ধু। এটা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের কোন সুযোগ নেই।’

শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবারে তিনি বলেন, ‘জামায়াতে মুক্তিযাদ্ধা থাকার কথা নয়, এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর, জামায়াত এদেশের শত্রু।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ‘সৌহার্দের বার্তা’ নিয়েই সৌজন্য সাক্ষাত করতে অর্থমন্ত্রীর বাসভবনে যান। সেখানে তিনি প্রায় পৌনে ১ ঘন্টা অবস্থান করেন। এটা নিয়ে অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন।

এর প্রেক্ষিতে  বৃহস্পতিবার রাতেই নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। তিনি (অর্থমন্ত্রী) সিলেটের মন্ত্রী, সিনিয়র মন্ত্রী। তাঁর সাথে পরিচয় আছে। (সৌজন্য সাক্ষাতের) এই যে সৌজন্যতা, এটাই সিলেটের ট্র্যাডিশন।

এর মাধ্যমে প্রশাসনকেও দেখাতে চাইছি, অসহযোগিতামূলক, বিদ্বেষমূলক আচরণ কাম্য নয়। সম্প্রীতি যাতে বজায় থাকে। সহমর্মিতা, সহযোগিতার মনোভাব, সম্প্রীতি চাই। বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করি না।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *