রাশিয়া, চীন ও ইন্দোনেশিয়া কিনবে ইরানের যুদ্ধ বিমান

অান্তর্জাতিক ডেস্ক :: ইরানের দেশীয় প্রযুক্তিতে বানানো যুদ্ধ বিমান কিনবে চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়া। ইরান বলেছে, অভ্যন্তরীণভাবে নির্মিত যুদ্ধ বিমান রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে তেহরান। ইরানের কিশ দ্বীপে ক্রেতাদের সামনে বিমান প্রদর্শনীর পর তেহরান এ কথা জানিয়েছে।

২৬ নভেম্বর, সোমবার ইরানের বিমান শিল্প সংস্থা (আইএআইও) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল করিম বানতারাফি বিমান প্রদর্শনী উদ্বোধনের পর এ কথা জানান। ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বানতারাফি জানান, ইরান প্রশিক্ষণ বিমানও রপ্তানি করবে। তিনি বলেন, “‘কাওসার’ নামের নতুন একটি যুদ্ধ বিমান রপ্তানির জন্য ইতোমধ্যে রাশিয়া, চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তিও সই হয়েছে।’

বানতারাফি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমরা যেসব পণ্য বিক্রির জন্য অনুমতি পেয়েছি, তা রপ্তানির লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

গত আগস্টে ইরান প্রথম বারের মতো দেশে তৈরি প্রথম যুদ্ধ বিমান বিশ্বের সামনে আনে। এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি যুদ্ধ বিমান। বিমানটি শত ভাগ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ইতোমধ্যে এ যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *