মনোনয়ন: নাগরিক ঐক্যের ৯, এলডিপির ৪

নিউজ  ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের ৯ জন ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চারজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২৬ নভেম্বর, সোমবার রাতে মনোনীতদের চিঠি দেওয়া হয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নাগরিক ঐক্য থেকে মনোনয়ন প্রাপ্তরা
মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এস এম আকরাম (নারায়ণগঞ্জ-৫), ফজলুল হক সরকার (চাঁদপুর-৩)
অ্যাডভোকেট নজরুল ইসলাম (ময়মনসিংহ-২), মোবারক হোসেন (ব্রাহ্মণবাড়িয়া-২), রবিউল ইসলাম (সাতক্ষীরা-২), শাহ মো. রহমতউল্লাহ (রংপুর-১), মোফাখখারুল ইসলাম নবাব (রংপুর-৫) ও কে এম নুরুর রহমান (বরিশাল-৪)।

এলডিপি মনোনয়নপ্রাপ্তরা
চট্টগ্রাম-১৪ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, নেত্রকোনা -১ এম এ করিম আব্বাসী, লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম।

এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‌‘আমরা ৬-৭টি আসন চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি চারটি আসন। সামনে সময় আছে, তাই আলাপ-আলোচনার মাধ্যমে আমরা আরও কয়েকটি আসন পাব আশা করছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *