নিজস্ব প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় ম্যাক্সি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি সূত্র জানায়, উল্লেখিত সময়ে একটি ম্যাক্সি মাধবপুর শহর থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গাড়িটি দরগা গেইটে আসা মাত্র বিপরীত থেকে ছেড়েে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি ধুমড়ে মুছড়ে যায়।
তবে স্থানীয়রা আহত অবস্থায় ম্যাক্সি যাত্রী এরশাদ তালুকদার (৩৬), হাফেজ অন্তর মিয়া (১৩), রিফাত (১৩), কাশেম মিয়া (১৫), মোতাব্বির হোসেন (২৭), আকলিমা খাতুন (২৫), শাহাব উদ্দিন (৪০), আলি (২২) কে সদর হাসপাতাল ভর্তি করেন।