স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসছেন দেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সম্ভাবনা নেইমাশরাফির।এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দলের ১০জন সদস্য। বাকিরা আজ কালের মধ্যে চলে আসবেন।
আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবেতিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
তবে একাদশজাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা নেই অধিনায়ক মাশরাফির। এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি।