দক্ষিণ সুরমায় ধান চোর ধরতে গিয়ে আহত যুবক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার গোয়ালগাও গ্রামে বুধবার সকাল সাড়ে ৭ ধানচুরের হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আব্দুল মুনিমের পুত্র রাজু আহমদ (৩৩)। তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালগাও গ্রামের রাজু আহমদের জমির
কাঁচা ধান প্রায় সময় চুরি করে কেটে নিয়ে যায়। আজ জমির মালিক রাজু আহমদ চোর ধরতে ওতপেতে থাকেন। হঠাৎ দেখেন তার জমিতে একই গ্রামের আব্দুল জলিলের পুত্র ছালেহ আহমদ ধান কেটে নিয়ে যাচ্ছে। এসময় জমির মালিক রাজু এলাকার মুরব্বিদের নিয়ে তাকে ধরে নিয়ে আসেন।

পরবর্তীতে মুরব্বীরা বলেন, এ বিষয়ে আমরা শালিস বৈঠক করে সমাধান করবো। কিছুক্ষণপর রাজু বাড়িতে যাওয়ার পথে আব্দুল জলিল ও তার ছেলে ছালেহ আহমদ, জাহেদ লাঠিসোঠা নিয়ে রাজুর উপরে হামলা করে। রাজু মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *