বানিয়াচঙ্গে ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের’ বানিয়াচং উপজেলার সাগরদীঘি পূর্বপাড় এলাকায় তনজিদুল হোসেন খান (৩২) নামে এক ব্যবসায়ীর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র।

গতকাল ওই সময় তিনি স্থানীয় বড়বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে তার গলার বের্শিরভাগই কেটে যায়।পরে তার কাছ থেকে দুর্বৃত্তরা যাওয়ার সময় তার সর্বস্ব নিয়ে যায়।

তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *