নিজস্ব প্রতিবেদক:: সিলেটের পাঁচভাই রেস্টুরেন্টে দেশীয় ও অতিথি পাখি রান্না করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও সিলেট বনবিভাগ। এসময় রেস্টুরেন্টের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ পাখির মাংস ও রান্না করা পাখি মাংস উদ্ধার করা হয়েছে।
পরিবেশ আন্দোলনের বাংলাদেশ বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টে সম্পূর্ণ বেআইনীভাবে পাখির মাংস বিক্রি করা হচ্ছিল।
এ কারণে শিকারীরা প্রতিদিনই শতো শতো পাখি এনে এই রেস্টুরেন্টে বিক্রি করতে। যে কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। কিন্তু বিষয়টি কোন কর্তৃপক্ষই দেখেনি।
তিনি বলেন, আমরা বিষয়টি র্যাব ও বনবিভাগকে বিষয়টি অবগত করি। তারা এখন সেখানে অভিযান চালাচ্ছেন।
এদিকে পরিবেশ কর্মী আবদুল করিম কিম সিলেট নগরীর অন্যান্য রেস্টুরেন্টগুলোর প্রতি হুঁশিয়ারী করে বলেন, যারা চোরের মতো বেআইনীভাবে পাখির মাংস বিক্রি করে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে পরিবেশ আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।