নিজস্ব প্রতিনিধি:: চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ ৫৫ পিছ ইয়াবা টেবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে অাটক করেছে র্যাব-৯। গত সোমবার দিবাগত রাত ২টায় পৌরসভার চন্দনা ও সোমবার দুপুর ১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ শ্রীমঙ্গলের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃতরা হলো চুনারুঘাট পৌরসভার চন্দনার মাঝের বাড়ির মৃত জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪২) ও উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে শাহজাহান (২৬) ও একই গ্রামের গণী মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০)। এ সময় তাদের নিকট থেকে ১৪শ পিছ ইয়াবা অপর জনের নিকট থেকে ৩শ’ ৫৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা বেচা হবে খবর পেয়ে র্যাবের টিম অভিযান চালায় কাজলকে আটক করা হয়। পরে তল্লাশী করে তার রুম থেকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এবং শাহজাহান ও ফারুককে নতুন ব্রিজ ইয়াবা বিক্রিয় কালে তাদের আটক করা হয়। এসময় তাদের সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার (ওসি তদন্ত) আলী আশরাফ জানান র্যাব ৯ এর সদস্য খোকন ও ইমদাদুল হক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।