আন্তর্জাতিক ডেস্ক:: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ডিং মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর কাছে এ রেকর্ডিং সরবরাহ করা হয়েছে। এ রেকর্ডিং শোনার পর সৌদি গোয়েন্দা কর্মকর্তারাও ব্যথিত হয়েছেন।
সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সমালোচক বলে পরিচিত জামাল খাশোগিকে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
গত মাসের এ হত্যাকাণ্ড নিয়ে তুর্কি প্রেসিডেন্টের ভাষ্য-সৌদি সরকারের উচ্চপর্যায় থেকে তাকে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল।
ফ্রান্সে এক সপ্তাহের সফর শেষে ফেরার সময় প্লেনে বসেই এরদোগান সাংবাদিকদের বলেন, প্যারিসে রাতে খাওয়ার সময় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেছেন।
তিনি বলেন, যারা আমাদের কাছে চেয়েছে, তাদের প্রত্যেককেই এ টেপ রেকর্ডিং শুনিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কিছু গোপন করেনি। সৌদি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ব্রিটেনসহ যারাই শুনতে চেয়েছেন, তাদেরই এ রেকর্ডিং দেয়া হয়েছে।
এরদোগানের ভাষ্য, এ রেকর্ডিং সত্যিই মর্মান্তিক। এমনকি সৌদি গোয়েন্দা কর্মকর্তারা এটি শুনে আতঙ্ক বোধ করেছেন।
খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি হলেও সৌদি আরবের বিরুদ্ধে বাস্তবিক কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এরদোগান বলেন, এ হত্যা পূর্বপরিকল্পিত এবং সৌদি আরবের উচ্চপর্যায়ের নির্দেশেই তা সংঘটিত হয়েছে।