সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
সোমবার বেলা দুইটার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি এ মনোনয়নপত্র কেনেন। এসময় তার সাথে দলের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপিতে সম্পৃক্ত হওয়া ফয়সল আহমদ চৌধুরী দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তিনি এলাকার মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত।

বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে তিনি সিলেট-৬ আসনের দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিতকরে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *