শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা না দিয়েই মেধা তালিকায় স্থান পাওয়া এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৮-১৯ সেশনের ভর্তি কমিটির সদস্যসচিব জহীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার ‘বি’ ইউনিটে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকারের দিন নির্ধারিত ছিল। ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ৩৫৩ তম হওয়া রাসিক মারজান নামের এক শিক্ষার্থী এইচএসসির নকল সনদ নিয়ে ভর্তি হতে আসেন। এসময় ভর্তি কমিটির সদস্যদের ক্রমাগত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাসিক জালিয়াতির কথা স্বীকার করে।
এ সময় রাসিক মারজান জানায়, পরিবারের সদস্যদের মাধ্যমে তিন লাখ টাকা দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে জালিয়াতি করে মেধাতলিকায় স্থান পায় সে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত ওসি শাহ মো. হারুনুর রশীদ বলেন, ‘পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে রাসিকের নামে মামলা আছে। সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হবে।