নিউজ ডেস্ক:: একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ। পরে তিনি ফরম সংগ্রহ করেন।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও এদিন ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল, জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।
এ সময় রওশন বলেন, দেশ ও জনগণের সেবার সুযোগ চাই আমরা। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অবদান রাখব।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ ছাড়া লালমনিরহাট-৩ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
জানা গেছে, প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ইমানুয়েল কনভেনশন সেন্টার থেকেই আবেদন ফরম বিতরণ করা হবে।
এর পর ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে।