সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় এক সপ্তাহের ব্যবধানে আবারো পাথরের গর্ত ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহ আরেফিন টিলায় জালিয়ারপাড় গ্রামের হুসিয়ার আলি, ইসমাইল আলি গংদের পাথর তোলার গর্তে পাথর তুলতে গিয়ে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। তন্মধ্যে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
তার পরিচয় জানা যায়নি। অপর দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টায় গর্ত ধসের ঘটনা ঘটে। সন্ধা ৬টার দিকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই গর্ত মালিক ও শ্রমিক সর্দার পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টায় গর্ত ধসের ঘটনা ঘটে। সন্ধা ৬টার দিকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই গর্ত মালিক ও শ্রমিক সর্দার পলাতক রয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত এক বছরে শাহ আরেফিন টিলায় অন্তত ৩০ জন শ্রমিক গর্ত ধসে নিহত হয়েছেন।
কমেন্ট