সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি ফটিক মারা গেছেন

নিউজ ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর-টেক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি মোহাম্মদ ফটিক মারা গেছেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আবদুল লতিফের ছেলে।

ফটিককে ভাই শহিদুল ইসলাম ফিটু জানান, বুধবার রাতে ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় গুলি করলে গুলিবিদ্ধ হন ফটিক। গুলিবিদ্ধ অবস্থায় ফটিক তার সহযোগিদের সহযোগিতায় বাংলাদেশে আসেন এবং গোপনে চিকিৎসা নেন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. এখলাসুর রহমান ফটিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে তারা জেনেছেন বিএসএফের গুলিতে মারা গেছেন ফটিক। এ নিয়ে বিজিবি-বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *