ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তামিমের

স্পোর্টস ডেস্ক:: সিলেটের ঐতিহাসিক অভিষেক টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর ঢাকায় দেশ সেরা ওপেনার তামিমের খেলা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে তামিম ইকবাল নিজেই জানিয়েছেন তিনি এখনও খেলার জন্য শতভাগ ফিট নন।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলার একাডেমি মাঠে নেটে ব্যাটিং প্রাকটিস করেন জাতীয় দলের ওপেনার তামিম। এদিন তিনি বলেন, ‘টেনিস বল দিয়ে প্রাকটিস শুরু করেছি। এখনও পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। বেশি ব্যথা অনুভব করিনি। টুকটাক ব্যথা আছে। কিছু সুনির্দিষ্ট শটে ব্যথা হচ্ছে। সেটা থাকবেই, কারণ হাতে দুর্বলতা আছে এখনও। শক্তি বাড়ানোর কাজ করছি আমি।’

রোববার থেকে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘ঢাকা টেস্টে আমার খেলার সম্ভাবনা খুব সামান্য। সত্যি বলতে, আমি এখনও প্রস্তুতও নই। এছাড়া, ফিজিও অনুমতিও দেবেন না।’

তামিম আরও বলেন, ‘খেলব কিনা বললে এই মুহূর্তে আমার উত্তর, না। আজকে মাত্র তৃতীয় দিন নেট করেছি। এখনও পুরোপুরি নেট সেশন করিনি। আশা করি আর তিন দিনের মধ্যেই পুরোপুরি নেট শুরু করতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার আগেই ঢাকায় চলে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট।

জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন তামিম। এমনটি জানিয়ে দেশ সেরা এ ওপেনার বলেন, ‘আমি মনে করি যে প্রথম টেস্টের আগে ফিট হয়ে উঠব।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *