সেনাপ্রধানের সাথে ডিএমপি কমিশনারের সাক্ষাৎ

সাহেদ আহমদ:: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই দুই বাহিনীর মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *