সিলেট বিএনপি-ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নেতাকর্মীরা বুধবার (৭ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা সকলে জালালাবাদ থানার ১৯ (৯)২০১৮ মামলার আসামী।
আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিনে থাকা সিলেট জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, বিএনপি নেতা আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল রেজা, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মিনহাজ পাঠান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ রানা, লজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল রেজা, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ হেলাল, রুস্তুম আলী, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জাকারিয়া, পাকি মিয়া, হায়াত উল্লাহ, এবি সিহাব, আলীবুর রহমান, এস কে শাহিন, বাদশাহ মিয়া, আব্দুর রহমান, এনামুল হক, মাহবুবুর রহমান জুবায়ের, জৈন উদ্দিনসহ ২৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।