সিলেট এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা ও শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরীকে ২ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
বুধবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকীম আদালত-২৭-এ রানা ও লাহিনকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. মোফাজ্জল হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার সময় তাদেরকে কমলাপুর ষ্টেশন থেকে আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ। রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন আসামীপক্ষের আইনজীবী এডভোকেট সামসুল হক।
কমেন্ট