বিএনপি কার্যালয়ের সামনে তরিকুলের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের নামাজে জানাজা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা ৭ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা শাহ মো: নেছারুল হক।
নামাজে জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে ও দলের দুঃসময়ে তরিকুল ইসলামের চলে যাওয়া জাতির অপূরনীয় ক্ষতি হয়ে গেল। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি।

নামাজে জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ,ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান,
ভাইস-চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, মো:শাজাহান, শামসুজ্জামান দুদু,ডা:এ জেড এম জাহিদ হোসেন,আহমেদ আযম খান,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,হাবিবুর রহমান হাবিব,সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা প্রমুখ অংশগ্রহন করেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়স দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সোয়া ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয় মরদেহ। সেখানে পরবর্তী নামাজে জানাজা শেষে মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি যশোর। বিকেলে যশোর ঈদগাহ মাঠে সবশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মরদেহ। এর আগে গতকাল রাত ৯ টা ৪৫ মিনিটে তার শান্তিনগর বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *