এরশাদের সঙ্গে সংলাপে যাচ্ছেন যারা

নিউজ ডেস্ক:: ড.কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের নেতারা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী কার্যালয় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ শেষ করে রাতেই পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এ বিষয়ে ব্রিফ করবেন শীর্ষ নেতারা।

সংলাপে অংশ নিতে যাওয়া অন্য নেতারা হলেন- জাপারা সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *