সিলেট ওসমানী মেডিকেল রোডে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোডে দুর্বত্তদের ছুরিকাঘাতে ময়না মিয়া নামের এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক বলে জানা যায়। নিহত ময়না মিয়া (৩২) সুনামগঞ্জের হাসন নগর এলাকার আইনুদ্দিনের ছেলে।

রবিবার রাত পৌণে ১১টার দিকে ওসমানী মেডিকেল রোডে ১নং গেইট সংলগ্ন বনফুলের সামনে হঠাৎ ময়না মিয়ার উপর হামলা চালায় দুবৃত্তরা।

এসময় এলোপাথারি ছুড়িকাঘাতে ময়না মিয়াকে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায় তারা। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *