সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন শিক্ষকরা হলেন আলোর দিশারী, মানুষ গড়ার কারীগর। তাদের স্থান সবসয়ই উচ্চ আসনে। তাদেরকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে।
ছাত্র-ছাত্রীদের হাতে বৎসরের প্রথম দিন বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান ও বিদ্যালয়ের নতুন ভবন আওয়ামী লীগ সরকারেরই অবদান। গতকাল ৪ নভেম্বর দুপুরে সদর উপজেলার শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণারাণী দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
বিশিষ্ট মুরব্বী হাজী মঈন উদ্দিন (ঠিকাদার)এর সভাপতিত্বে ও মুজাহিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলিপময় দাস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুস শুকুর, ফরিদ মিয়া মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বজলুল করিম পাখী মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুল লতিফ, হাজী গোলাম মোস্তফা, নজরুল ইসলাম নজর, মুক্তিযোদ্ধা মনির আলী, আনওয়ার আলী, শাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরবানী রায় ও টুকেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।