খেলাধুলা ডেস্ক :: ব্রায়ান চারিকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশ দলের জন্য প্রথম ব্রেক-থ্রু এনে দেন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ১৩ রানে জিম্বাবুয়ের এই ওপেনারকে সরাসরি বোল্ড করেন টাইগার বাঁ হাতি এই স্পিনার।
এবার সফরকারীদের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান ব্রান্ডন টেইলরকেও সাজঘরে পাঠালেন তাইজুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।শনিবার সকালে সিরিজের প্রথম টেস্ট টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। তবে শুরুটা একেবারে খারাপ হয়নি ওয়ানডেতে ধবলধোলই হওয়া মাসাকাদজাদের। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেন ৩৫ রান।
১১ তম ওভারের চতুর্থ বলে স্লগ সুইপ খেলতে গিয়ে পরাস্ত হন ব্রায়ান চ্যারি। এতে করে তাইজুলের বল গিয়ে তার মিডল স্ট্যাম্প ভেঙে দেয়। ১২ রান পর আবারও তাইজুলের আঘাত। এবার ৬ রান করা টেইলরকে শান্তর ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠালেন বাঁ-হাতি এই স্পিনার।