নিউজ ডেস্ক:: এবার বাম গণতান্ত্রিক জোটকে সংলাপে বসতে গণভবনে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হককে টেলিফোনে এ আমন্ত্রণ জানানো হয়।
একইসঙ্গে সংলাপে অংশ নিতে বাম জোটের নেতাদের একটি তালিকাও চাওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে কখন এ সংলাপ হবে তা জানানো হয়নি।
এ ব্যাপারে বাম জোটের সমন্বয়কারি সাইফুল হক জানান, বুধবার রাতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল ফোন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন। তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
কমেন্ট