মুক্তিযুদ্ধা রফিক বক্সকে রাষ্ট্রীয় সম্মানে দাফন

মুক্তিযুদ্ধা রফিক বক্সকে রাষ্ট্রীয় সম্মান জানানো পর দাফন করা হয়েছে। বুধবার শহরতলীর দক্ষিণসুরমার পাঠানপাড়াস্থ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। তিনি মঙ্গলবার রাতে রফিক বক্স নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বুধবার বাদ আসর তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত মেজিস্ট্রেট মো. নাসির উল্লাহ খান, মহানগর মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ।

এসএমপির পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন মোগলা বাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এবং আখালিয়া ১৯ বর্ডার গার্ড ব্যাটলিয়ান নায়েব সুবেদার মো. খুলিলুর রহমান নেতৃত্বে একদল ১২ পদবীর বিজিবি সদস্য রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতিক আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা গোলজার খান, আব্দুল হান্নান, মন্টু দাস, সঞ্জয় দাস, মো. খান, সৈয়ম মো. আনোয়ার হোসেন, মকবুল হোসেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজম খান, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব মোজাফফর খান, সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শমসের সিরাজ সোহেল, মঞ্জুর আলম, মাহবুব বক্স, মুরাদ বক্স, মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান শ্যামল দেব নাথ, হিন্দুসন দাস প্রমুখ।

মুক্তিযোদ্ধা রফিক বক্স এর সন্তান আনসার বক্স, আকসার বক্স, সাজু বক্স, মুন্না বক্সসহ আত্মীয় স্বজন ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *