মাননীয় মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল-কে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ফুলেল শুভেচ্ছা

আজ ৩১ অক্টোবর ২০১৮ইং, বুুধবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃতি কন্যা সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাস্থ ‘হকনগর গ্রাম (বাশঁতলা)’-কে পর্যটন স্পট ঘোষণা করেন।

উক্ত স্থানকে নতুন পর্যটন স্পট হিসেবে ঘোষণা করায় মাননীয় মন্ত্রী মোহদয়ের সাথে দুপুরে সিলেট এম,এ,জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি.আই.পি লাউঞ্জে সিলেট ট্যুরিস্ট ক্লাব-এর সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং পরে মাননীয় মন্ত্রী মোহদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দগণ।

মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম মোশারফ হোসেন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ আবু হানিফা, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আল-মামুন, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম সুলতান মাহমুদ তাপাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বী, নির্বাহী সদস্য নুরুল মুত্তাক্বিন ।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের যাবতীয় কার্যক্রম মাননীয় মন্ত্রী মহোদয় অবহিত হলে তিনি ক্লাবের প্রশংসা করেন এবং পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনকেও ঐক্যবদ্ধ হয়ে সিলেটের পর্যটনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *