আজ ৩১ অক্টোবর ২০১৮ইং, বুুধবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃতি কন্যা সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাস্থ ‘হকনগর গ্রাম (বাশঁতলা)’-কে পর্যটন স্পট ঘোষণা করেন।
উক্ত স্থানকে নতুন পর্যটন স্পট হিসেবে ঘোষণা করায় মাননীয় মন্ত্রী মোহদয়ের সাথে দুপুরে সিলেট এম,এ,জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি.আই.পি লাউঞ্জে সিলেট ট্যুরিস্ট ক্লাব-এর সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং পরে মাননীয় মন্ত্রী মোহদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দগণ।
মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম মোশারফ হোসেন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ আবু হানিফা, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আল-মামুন, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম সুলতান মাহমুদ তাপাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বী, নির্বাহী সদস্য নুরুল মুত্তাক্বিন ।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের যাবতীয় কার্যক্রম মাননীয় মন্ত্রী মহোদয় অবহিত হলে তিনি ক্লাবের প্রশংসা করেন এবং পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনকেও ঐক্যবদ্ধ হয়ে সিলেটের পর্যটনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।