যে ক্রিকেটারকে যত টাকায় ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াবে আসছে ৫ জানুয়ারি। রোববার রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে হয়ে গেছে এর প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে পছন্দসই খেলোয়াড়দের বেছে নিয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফটে কোন ক্রিকেটারকে কিনতে কত টাকা খরচ করেছে দলগুলো, তা জানতে কৌতূহলের অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। কৌতূহলী ক্রিকেটরসিকদের চাহিদা নিবৃত্ত করতেই যুগান্তর অনলাইনের এ আয়োজন-

রংপুর রাইডার্স

ড্রাফট থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: শফিউল ইসলাম (২৫ লাখ টাকা), ফরহাদ রেজা ও আবুল হাসান রাজু (১৮ লাখ), মেহেদি মারুফ, সোহাগ গাজী ও নাদিফ চৌধুরী (১২ লাখ), নাহিদুল ইসলাম (৮ লাখ) এবং ফারদিন হোসেন এনি (৫ লাখ টাকা)।

বিদেশি: রবি বোপারা ও রাইলি রুশো (৮৪ লাখ টাকা), বেনি হাওয়েল (প্রায় ৪২ লাখ), ওশান থমাস (প্রায় ২৫ লাখ টাকা)।

ধরে রাখা ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ক্রিস গেইল।

সরাসরি চুক্তি: এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস।

ঢাকা ডায়নামাইটস

ড্রাফট থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: রুবেল হোসেন (২৫ লাখ টাকা), নুরুল হাসান সোহান ও শুভাগত হোম (১৮ লাখ), রনি তালুকদার ও আসিফ হাসান (১২ লাখ), মিজানুর রহমান ও শাহাদত হোসেন রাজিব (৮ লাখ), নাইম শেখ ও কাজী অনিক (৫ লাখ টাকা)।

বিদেশি: ইয়ান বেল (প্রায় ৪২ লাখ টাকা) ও অ্যান্ড্রু বির্চ (প্রায় ২৫ লাখ টাকা)।

ধরে রাখা: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড।

সরাসরি চুক্তি: আন্দ্রে রাসেল ও হজরতউল্লাহ জাজাই।

চিটাগং ভাইকিংস

ড্রাফট থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: মুশফিকুর রহিম (৭৫ লাখ টাকা), মোহাম্মদ আশরাফুল (১৮ লাখ), আবু জায়েদ রাহি ও মোসাদ্দেক হোসেন সৈকত (২৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও রবিউল হক (৫ লাখ), ইয়াসীর আলী চৌধুরী (১২ লাখ), নিহাদ-উজ-জামান ও সাদমান ইসলাম (১২ লাখ টাকা)।

বিদেশি: ক্যামরন ডেলপোর্ট ও দাসুন শানাকা (প্রায় ৪২ লাখ টাকা)।

ধরে রাখা: সানজামুল ইসলাম, সিকান্দার রাজা ও লুক রনকি।

সরাসরি চুক্তি: মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ক।

সিলেটে সিক্সার্স

ড্রাফট থেকে দলে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: আফিফ হোসেন ও তাসকিন আহমেদ (১৮ লাখ টাকা), আল-আমিন হোসেন ও অলক কাপালি (১২ লাখ), জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা ও এবাদত হোসেন (৮ লাখ), তৌহিদ হৃদয় ও নাবিল সামাদ (৫ লাখ টাকা)।

বিদেশি: মোহাম্মদ ইরফান (প্রায় ৬৩ লাখ টাকা), গুলাবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরান (প্রায় ৪২ লাখ), ফাবিয়ান অ্যালেন (প্রায় ২৫ লাখ) এবং প্যাট ব্রাউন (প্রায় ১৭ লাখ টাকা)।

ধরে রাখা: লিটন দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান ও সোহেল তানভীর।

সরাসরি চুক্তি: ডেভিড ওয়ার্নার ও সন্দীপ লামিচানে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ড্রাফট থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: আবু হায়দার রনি ও এনামুল হক বিজয় (২৫ লাখ টাকা), মেহেদি হাসান (১৮ লাখ), জিয়াউর রহমান, মোশারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ ও শামসুর রহমান (১২ লাখ) এবং সঞ্জিত সাহা (৮ লাখ টাকা)।

বিদেশি: শহিদ আফ্রিদি ও এভিন লুইস (প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা), থিসারা পেরেরা (প্রায় ১ কোটি ২৫ লাখ), ওয়াকার সালমাখেইল ও আমির ইয়ামিন (প্রায় ২৫ লাখ টাকা)।

ধরে রাখা: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন ও শোয়েব মালিক।

সরাসরি চুক্তি: আসেলা গুনারত্নে ও লিয়াম ডসন।

খুলনা টাইটানস

ড্রাফট থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন ও শুভাশীষ রায় (১৮ লাখ টাকা), জুনায়েদ সিদ্দিকী (১২ লাখ), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মাহিদুল অঙ্কন (৫ লাখ টাকা)।

বিদেশি: জহির খান ও ব্রেন্ডন টেলর (প্রায় ৪২ লাখ টাকা), শেরফান রাদারফোর্ড (প্রায় ২৫ লাখ), লাসিথ মালিঙ্গা (প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা), ইয়াসির শাহ (প্রায় ৭৩ লাখ টাকা)।

ধরে রাখা: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্র্যাথওয়েট।

সরাসরি চুক্তি: ডেভিড মিলান ও আলি খান।

রাজশাহী কিংস

ড্রাফটে থেকে ভেড়ানো ক্রিকেটার-

দেশি: সৌম্য সরকার (২৫ লাখ টাকা), ফজলে মাহমুদ রাব্বি ও কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ), আরাফাত সানি, আলাউদ্দিন বাবু ও মার্শাল আইয়ুব (১২ লাখ টাকা)।

বিদেশি: রায়ান টেন ডেসকাট, সিকুগে প্রসন্ন (প্রায় ৪২ লাখ টাকা), মোহাম্মদ সামি, ইসুরু উদানা ও লরি ইভান্স (প্রায় ২৫ লাখ টাকা)।

ধরে রাখা: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান।

সরাসরি চুক্তি: কাইস আহমেদ ও ক্রিস্টিয়ান জঙ্কার।

উল্লেখ্য, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা এবং সরাসরি চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটাররা নির্ধারিত কাঠামো অনুযায়ী পারিশ্রমিক পাবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *