পরিবহণ খাতে নৈরাজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) কেন্দ্রীয় কমিটি সিলেট। ২৯ অক্টোবর সোমবার বিকেল ৪টায় জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় এই আহবান জানানো হয়।
সনাপের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য মনোরঞ্জন তালুকদার, শ্রী সুরঞ্জিত বর্মন, হাকিম ছাদুলাহ বাচ্চু, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, সিলেট মহানগর আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সংগঠক হোসেইন মোহাম্মদ রাজন, মামুন চৌধুরী, সাদি মোহাম্মদ তারেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত দুদিন ধরে পরিবহণ শ্রমিকরা সারাদেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার জন্য যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সভায় পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর হস্তে দমন এবং শ্রমিক নেতৃবৃন্দের অহেতুক আন্দোলন থেকে সরে আসার জন্য আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি