দেশকে মাদক মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই :কয়েছ লোদী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ১ম মজুমদারী তরুণ সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ২৯ অক্টোবর রবিবার সিলেট নগরীর আম্বরখানাস্থ মণিপরী মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যেমন শারীরিক বিকাশে সহায়তা করে তেমনি মাদকাসক্তি থেকেও দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের আরও সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, এজাজ হোসেন চৌধুরী, এবি মজুমদার রনি, হাসান আহমদ হাসু, সুমন খাঁন, শহিদুল ইসলাম চিনু, মোহাম্মদ ফারুক আহমদ, বজলুর রহমান সুমন, মোহাম্মদ আকির, মাজহারুল ইসলাম মাজেদ।
টুর্ণামেন্টের পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েছ আহমদ, নয়ন, রাজু, সাকিল, জারন, শাহিন, শাকিল প্রমুখ ।

উদ্বোধনী ম্যাচে তপু একাদশ ১-০ গোলে ওয়াসিম ওরিয়র্স কে পরাজিত করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *