জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় স্টাফ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল মাঠে সোমবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ‘২য় স্টাফ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। কলেজের উপাধ্যক্ষ ও স্পোর্টস কমিটির সভাপতি অধ্যাপক এ.কে.এম. দাউদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ ও অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা। এছাড়াও উপস্থিত ছিলেন ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক ও উপ-পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু, এ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান সহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্র্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলসমূহ হলো- কলেজ-এ, কলেজ-বি, হাসপাতাল-এ, হাসপাতাল-বি, ব্রাদ্রার্স, প্যাথলজি, রেডিওলজি, সিকিউরিটি-এ, সিকিউরিটি-বি ও সার্জারী বিভাগ (স্টাফ) দল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *