সিলেট, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার অনুপস্থিতিতে নজিরবিহীন ফরমায়েসি রায়ে সাজা প্রদানের প্রতিবাদে আজ সোমবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি দরগাহ গেইট থেকে শুরু হয়ে আম্বরকখানায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান’র পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনসার আমিন,দেলওয়ার হোসেন চৌধুরী, ইফতি আহমদ সুমিম,লোকমান মিয়া,হান্নান আহমদ, আজম খান, সৈয়দ আমিন, মনাফ মিয়া, জাবেদ আহমদ জীবন, সালেক আহমদ, আালাউদ্দিন মনাই, শেখ আব্দুল মনাফ, সাহেদ আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব, সুমন জালালী, কামাল আহমদ, তেরাব আলী লিটন, আব্দুল, মোহন আহমদ, বাইন উদ্দিন, জুমন আহমদ, ফারুক আহমদ, হাবিব খান,দেলয়ার হোসেন, জাহাঙ্গীর হুসেন, পলাশ, জাকির, মনির, রিপন, সাজ্জাদ হুসেন আরমান, আশিক আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, মোস্তাক আহমদ, জীবন আহমদ, মনির হোসেন, ইমন আহমদ, রুবেল আহমদ, আব্দুস সালাম, সাহিন আহমদ, মনির হুসেন, জামাল বক্স, রবিন হুসাইন, শেখ সফিক, জহুরুল ইসলাম, খালেদ আহমদ, রুহুল আমিন রিপন, মুশতাক, সামু, শেখ সাজু, সুমিত কর, রনি আহমদ, দেলওয়ার হুসেন প্রমুখ।
সভাপতিরর বক্তব্যে ফরহাদ চৌধরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে কারাগারে রেখে, প্রহসনের সাজা প্রদান করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে বেগম জিয়ার সাজা বাতিল করতে হবে,তা না হলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সিলেটে প্রতিরোধ গড়ে তোলা হবে।