নিউজ ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট স্কুল মাঠে আজ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে জাপা চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উৎফুল্যতা বিরাজ করছে ।
উপজেলার পাইলট স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে ইতিমধ্যে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন । অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার ।
উপজেলা জাপা আহবায়ক কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে পার্টির চেয়ারম্যান ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন সিনিয় কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্যবৃন্দ ।
স্থানীয় এক নেতা জানান, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ সর্বশেষ ২০১২ সালের ১১ই জানুয়ারি নবীনগরে এসেছিলেন। একাদশ নির্বাচনের আগে চেয়ারম্যানের এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আবার প্রাণ ফিরে এসেছে।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যানের থেকে তারা গুরুত্বপূর্ণ বার্তা পাবেন বলেই তাদের আশা। জোটগতভাবে নির্বাচন হলেও এ আসনে তাদের প্রার্থী কাজী মামুনুর রশিদ মনোনয়ন পাবেন বলেও প্রত্যাশা তাদের।।