স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন। তবে দুজনের মধ্যে কে সেরা-তা নিয়ে বিতর্ক চলছেই। এবার এ নিয়ে কূটনৈতিক পন্থায় রায় দিলেন মেসুত ওজিল।
২০০৮ সালে সবশেষ ব্যালন ডি’অর জেতেন ব্রাজিলীয় সাবেক সুপারস্টার কাকা। এর পর গেল এক দশকে সমান পাঁচবার করে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জিতেছেন মেসি-রোনাল্ডো। এই সময়ে দুজনের গোলও প্রায় সমান। শিরোপা সংখ্যাও প্রায় কাছাকাছি।
বুধবার সোশ্যাল মিডিয়া টুইটারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ওজিল। তাকে জিজ্ঞেস করা হয় দুজনের মধ্যে কে সেরা? তার সময়ে খেলা দুই তারকার মধ্যে কে সবচেয়ে ভালো?
এর জবাব দিতে গিয়ে কূটনীতির আশ্রয় নিয়েছেন আর্সেনাল তারকা। সফল কূটনৈতিকের পরিচয় দিয়েছেন তিনি। তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান তারকা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে যে সেরা খেলোয়াড়টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি, সে রোনাল্ডো। একই সময়ে সবচেয়ে যে সেরা ফুটবলারটির বিপক্ষে খেলেছি, সে মেসি।
রিয়াল মাদ্রিদের হয়ে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আছে ওজিলের। তবে মেসির সঙ্গে কখনও খেলা হয়নি তার