জুওয়াওকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক:: ১৮ রানেই হ্যামিল্টন মাসাকাদজাকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন সিফাস জুওয়াও। দুর্দান্ত খেলছিলেন এ জুটি। প্রতি ওভারে পাচেঁর ওপরে রান তুলছিলেন।

অবশেষে হার মানতে হলো জুওয়াওকে। মেহেদী হাসান মিরাজের বলে ফজলে মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। শেষ খবর পর্যন্ত ১৩ ওভার শেষে ৭০/২ রান করেছে সফরকারীরা। টেইলর ৩১ ও শন উইলিয়ামস শূন্য রান নিয়ে ব্যাট করছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে শিশির। এটিই পার্থক্য গড়ে দিতে পারে দুদলের।

তাই বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুতেই দলকে সাফল্য এনে দেন তিনি। হ্যামিল্টন মাসাকাদজাকে মুশফিকুর রহিমের তালুবন্দি করে ফেরান প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী এ ক্রিকেটার।

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টিকে গেছেন অভিষেকে শূন্য রানে ফেরা ফজলে মাহমুদ রাব্বি। জিম্বাবুয়ে দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা।

এর আগে ওয়ানডেতে ৭০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের ৪২ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১১ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। এ ধারা অব্যাহত রাখতে মরিয়া ম্যাশ বাহিনী।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধনায়ক), সিফাস জুওয়াও, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *