সংসদ ভেঙ্গে অবিলম্বে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন:বাম গণতান্ত্রিক জোট

অবাধ, সুষ্ট, নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন কমিশন পূর্ণগঠন, সরকারের পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সিলেটে বাম জোটের অবস্থান কর্মসূচি পালন।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪ থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। জোটের অন্যান্য দাবিগুলো হলো তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ গোটা নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার।

সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমন, ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) সিলেট মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দিপংকর দাস প্রমুখ।

অবস্থান কর্মসুচীতে উপস্থিত ছিলেন, সিপিবি সিলেট জেলার সহ সম্পাদক খায়রুল ইসলাম, যুব ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হৃদেশ মোদি, সিলেট জেলা সংগঠক সুরঞ্জিত মুদি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সদস্য মামুন বেপারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবায়েত আহমদ, ছাত্র ইউনিয়ন মহানগর শাখার কোষাধ্যক্ষ নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতা সঞ্জয় শর্ম্মা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পরও বর্জোয়া ধারার আওয়ামী লীগ- বিএনপি কেন্দ্রিক জোট মহাজোটের ক্ষমতাকেন্দ্রিক পাল্টাপাল্টি রাজনীতির ফলে দেশে আজ সুষ্ঠু নির্বাচনেরও কোন পরিবেশ নেই। তাই বাম গণতান্ত্রিক জোট এই দ্বি-দলীয় ধারার বাইরে জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচী। আগামীতেও গণতন্ত্র রক্ষা ও মানুষের মৌলিক অধিকারের আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *