নিজস্ব প্রতিবেক-শরীফ গাজী:: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটক মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। থানায় নেওয়ার পর যাচাই বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হয়।
আজ রাত আনুমানিক ৮ টায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগীর বলেন- যতরপুর থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।