সিলেটের সংগীতের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে : আবদুল হামিদ মানিক

বিশিষ্ট গবেষক ও দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক বলেছেন, সিলেটে সংগীতের একটি সমৃদ্ধ ভান্ডার রয়েছে।এই ভান্ডারকে যারা সমৃদ্ধ করেছেন তাদের প্রতিনিধি সিরাজ আনোয়ার। তিনি বলেন আত্মার সিনান শুদ্ধ না হলে মানুষ পরিশুদ্ধ হতে পারেনা। হামদ, নাথ, দেশাত্ববোধক, আঞ্চলিক, পল্লীগীতিসহ ১৭৮টি গান বইটিতে স্থান পেয়েছে।স্থায়ী অন্তরা ঠিক রেখে সৃজনশীলতাএবং ক্ষমতা,দক্ষতা তার আছে এটা লেখক কাজে প্রমান করেছেন। সুর ও সংগীতের ভেতর দিয়েই প্রকৃতি চলছে। বাতাসের ধ্বনির শব্দকে সমন্বিত ভাবে সাজালে ও সংগীত হয়।সুরের ভেতর দিয়ে আমরা আমাদের চিনি।সুর কখনো বিভাজন হয় না।আমাদের সংগীতের ঐতিহ কে সামনের দিকে তরুন প্রজন্মরা এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি গতকাল রোববার রাতে নগরীর কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে গীতিকার ও সংগীত শিল্পী মোহাম্মদ সিরাজ আনোয়ার রচিত ও গীতিকবি ফাউন্ডেশনের প্রকাশনা ‘আত্মার সিনান’ গীতি গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।

গীতিকবি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও পপি কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার,নাট্যকার এনামুল মুনির, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, গ্রন্থের লেখক মোহাম্মদ সিরাজ আনোয়ার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-গীতিকবি ফাউন্ডেশনের মহাসচিব জামাল আহমদ। বক্তব্য রাখেন- ছড়াকার অজিত রায় ভজন, গীতিকবি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী, জয়বাংলা ঐক্যজোট সিলেট মহনগর শাখার সভাপতি আব্দুল হান্নান, ছড়াকার দেবব্রত রায় দেবু,এখলাছুর রহমান, ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সদস্য মোঃ সিতার মিয়া, শ্যামল কান্তি সোম, ফকির মাহবুব মুর্শেদ,ইেলেভেন স্টার বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এমএ মান্নান, হরিপদ চন্দ, মুহিব আলী, বিমল কর, চন্দ্র শেখর, আব্দুর রশীদ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল কালা মিয়া, জামাল আহমদ, এজাজ আহমদ, শিপল চৌধুরী, ডি কে জয়ন্ত,সুমা দেপ্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *