বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও উশু নতুন উদ্যোমে এগিয়ে যাচ্ছে:মাহি উদ্দিন আহমদ সেলিম

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, আত্মরক্ষার সব ধরনের কৌশলের মিলে তৈরি হয় উশু।

খালি হাতে, লাঠির সাহায্যে বা ধারালো তলোয়ার দিয়ে নিজেকে রক্ষার কৌশল রয়েছে এই খেলায়। সুদূর চীনে এর উৎপত্তি হলেও এখন তা ছড়িয়ে গেছে সারাবিশ্বের প্রায় প্রতিটি দেশে। বাংলাদেশেও উশু নতুন উদ্যোমে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে উশুকে আরো এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে মাস ব্যাপী এ উশু প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সহিত সমাপ্তি হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তৃনমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে বলে আমি মনে করি।

তিনি ২২ অক্টোবর রাতে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে মাস ব্যাপী উশু ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মো. আরিফ উদ্দিন ওলির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি সদস্য বিজিত চৌধুরী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, সিলেট জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা নাজমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমদ রুবেল, চাইনিজ উশু ফাইটার স্কুলের সাংগঠনিক সম্পাদক শ্বাশত ঘোষ, সিলেট জেলা উশু এসোসিয়েশনের দপ্তর সম্পাদক কাইফ আহমদ রুবেল, জুবায়ের হোসেন জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী মো. মাছুম আহমদ।

মাস ব্যাপী এ ক্যাম্পইনে ব্ল্যাক বেল্ট সনদ অর্জন করেছেন সাদিয়া আক্তার ইমরানা, রাজন তালুকদার, সরর্বানি পুরকায়স্থ, উশু ক্যাম্পেইন সনদ অর্জন করেছেন মো. নিয়ামুল হক, আমিনুল ইসলাম তামিম, আরিফ উদ্দিন ওলি, তানভীর চৌধুরী, মাছুম আহমদ হৃদয়, নাফিসা কাওলিন সিগমা, সরর্বানি পুরকায়স্থ, ফাবিহা রহমান আঞ্জুম, আবু মুকাম্মিল সাইফ, সাদিয়া আক্তার ইমরানা, রাজন তালুকদার, ইমু আক্তার, মো. মেহেদী হাসান রিমন, সুপ্রিয়া দাস, মোহিন মাহমুদ, কৃতিত্ব পাল, শামীমুল ইসলাম শুভ, আমিনুল ইসলাম, মো. সাজ্জাদুর রহমান, ফেরদৌস হোসাইন, মুসলিম হাসান মিহাদ, শাহান আহমদ, বিকাশ দাস।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *