২৪ অক্টোবর সিলেট রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট ছাত্রদলের উদ্যোগে সোমবার (২২ অক্টোবর) রাত ৮টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগী) সুহেল ইবনে রাজার পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সাবেক যুগ্ম সম্পাদক সুচীত্র চৌধুরী বাবলু, জেলা ছাত্রদলের সহ সভাপতি (পদত্যাগী) মাসরুর রাসেল।
এসময় উপস্থিত ছিলেন সাইফুর রহমান হৃদয়, শফিকুল হাসান, আখতার আহমদ, আব্দুল করিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রানা আহমদ রুস্তম, মঞ্জু ইসলাম, বাবুল মিয়া, মহানগর ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন, সাবেক কর্মসূচী প্রনয়ন সম্পাদক সুলতান আহমদ, সাবেক সদস্য হিরা আহমদ, মুন্না শাহ, ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, আশিকুর রহমান, নাদেল আহমদ, হুশিয়ার আলী, জুনেদ আহমদ, আল আমিন, ফাহাদ আহমদ আবির, সুমন আহমদ, ইমরান আহমদ, সুমেল আহমদ, আব্দুল করিম, বাপ্পি আহমদ, কামিল আহমদ, সাদিকুর রহমান সালমান, মিজান আহমদ চৌধুরী, সালা উদ্দিন লিটন, ফাহিম আহমদ, লাভলু আহমদ, আব্দুল হক, ইমাদ আহমদ, জাহিদ আহমদ, এমাদ আহমদ, এনামূল হক, তানভীর খান সজীব, রাহাত আহমদ ইকা, সাহেদ আহমদ, ফজর আলী, সাব্বির আহমদ, জাকির হোসেন, লিমন আহমদ, আবু নাইম, দ্বীপ ঘোষ, দেলওয়ার হোসেন, জাহিদ হোসাইন, আবুল কাশেম, আব্দুল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর সার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আগামী ২৪ অক্টোবর সমাবেশ সফল করার জন্য ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। যেকোন অপশক্তি মোকাবেলায় ছাত্রদল প্রস্তুত থাকবে। দল-মতের উর্ধ্বে উঠে রেজিস্টারি মাঠে বুধবারের সমাবেশকে সফল করতে সকল ছাত্রসমাজকে আহবান জানান তারা।